রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকল হাতি

রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি! সকাল হলেও ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি। জানা যায়, গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি।

হাতি দেখতে পেয়ে শোরগোল পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে। অনেকেই হাতি দেখতে পেয়ে মুঠোফোনে ভিডিও করতে থাকে, অনেকেই আবার আতঙ্কে ক্যাম্পাসের ভেতর ঢুকে যায়। পরে অবশ্য হাতিটি ক্যাম্পাস লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে।

সকাল হতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পৌছায় বনদপ্তরের কর্মীরা। হাতিটির খোঁজে তল্লাশি শুরু করে তারা। খবর লেখা পর্যন্ত ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি।