শুরু করা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। যদিও প্রথম দিন ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে না। কলকাতা থেকে সরাসরি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে সকল গাড়ি ও কন্টেনার। ফলে সেতু সংস্কারের প্রথম দিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে না কাউকেই।
প্রশাসন জানিয়েছিল, কাজ চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ওই এলাকায়। অন্য রুট দিয়ে পাঠানো হবে সমস্ত ভারি গাড়ি এবং কোন ভারী গাড়ি শহরের কোন পথ দিয়ে বেরবে, তা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলো ট্রাফিক বিভাগ। যদিও সংস্কারের প্রথম দিন ‘ট্রাফিক ডাইভারশন’ ছিল না কোথাও। ফলে আপাতত স্বাভাবিক গতিতেই পেরোচ্ছে যানবাহন।
কলকাতা পুলিশ জানিয়েছে, কলকাতা বন্দরের দিক থেকে আসা ভারী এবং মাঝারি পণ্যবাহী গাড়িও দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে। এছাড়াও রাত ১২টার পর বন্দরের বেশ কিছু বড় গাড়ি দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই যাতায়াত করবে।তবে বুধবার সকালে স্বাভাবিক ছন্দে যান চলল করলেও শীঘ্রই যান নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।