সোমবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তিনটি হাতি। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে এসে পৌছায় রেল এবং বনদপ্তরের কর্তারা। তাঁরা এসে হাতিদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে এই ঘটনার জেরে ওই লাইনে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ রাখা হয়।
অন্যদিকে ওই মালগাড়ির ড্রাইভার নেশাগ্রস্থ ছিলেন কিনা, সেই বিষয়েও খতিয়ে দেখা হবে। তবে এই ট্রেন দুর্ঘটনায় হাতিমৃত্যুর ঘটনা যেন প্রায় লেগেই রয়েছে। রেল কতৃপক্ষের দাবি, বহুবার এই দুর্ঘটনা রুখতে প্রযুক্তিগত ব্যবস্থা করা হয়েছিলো। তা সত্ত্বেও কোনভাবে রোখা যাচ্ছে না এই হাতিমৃত্যু।
যদিও বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাতি মৃত্যু রোখা নিয়ে রেল তেমন ভাবনাচিন্তা করে না, এমনটাই জানিয়েছেন তাঁরা। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এদিনের এবিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।