ডায়ালিসিস বিভাগে আগুন লাগার কারণে প্রবল আতঙ্ক ছড়ায় মেডিকেল কলেজে

শুক্রবার বিকেলে ডায়ালিসিস বিভাগে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়াল উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে। দমকলের দু’টি ইঞ্জিন এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে  ডায়ালিসিস বিভাগে থাকা রোগীরা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এছাড়াও সেই বিভাগে থাকা কোনও মেশিন আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

সূত্রের খবর, এদিন বিকেলে প্রায় চারজনের ডায়ালিসিস চলছিল। ঠিক তখনই ওই বিভাগ থেকে একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এবং সেখান থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখে ছড়ায় আতঙ্ক। তারপর সেখান থেকে দ্রুত রোগীদের বাইরে বের করে এনে আগুন নেভানোর চেষ্টা করেন হাসপাতাল কর্মীরা। পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে এই বিভাগে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় সেগুলির নিয়ে প্রশ্ন তুলেছেন সকল রোগীর পরিবারের সদস্যরা। মেডিক্যাল কলেজের মুখ্য বাক্তি “ডাঃ সনৎ ঘোষ” জানান যে, ‘একটি এসি মেশিন থেকে আগুন লাগে। তবে সেই আগুনে সেরকম কোনও ক্ষতিগ্রস্থ  ক্ষয়ক্ষতি হয়নি।