বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব।
রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রেমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দুর্যোগ কলকাতাতেও। বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা। রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলায় জেলায়। বুধবার পর্যন্ত বাংলার জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।