দার্জিলিং চায়ের পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের প্রয়োজন

সম্প্রতি চা বাণিজ্য বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স কোম্পানি ড্রিপ ক্যাপিটাল ইনকর্পোরেটেড। প্রকাশিত ওই রিপোর্টে এদেশের চায়ের বিপণন বিষয়ক বিভিন্ন দিক উঠে এসেছে। ড্রিপ ক্যাপিটালের ওই রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৯-২০ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় চা রপ্তানি করেছে।

চায়ের জন্য দার্জিলিং গোটা বিশ্বে একটি সুপরিচিত নাম এবং পশ্চিমবঙ্গ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক রাজ্য। রিপোর্টটিতে বলা হয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির ভারতীয় চায়ের যথেষ্ট চাহিদা থাকলেও চা শিল্পের জন্য উপযুক্ত ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আগেও করা হয়নি, এবং এখনও তা হচ্ছে না। ২০০৪ সালে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেলেও তা সেভাবে তুলে ধরা হয়নি, ফলে তার তেমন প্রভাব পড়েনি রপ্তানি ক্ষেত্রে। ২০১৯ সালে ভারতের চা রপ্তানির পরিমাণ শ্রীলংকার থেকে ৫০ শতাংশ বেশি ছিল। বর্তমানে, ভারতীয় চায়ের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করা ছাড়াও সহজ বহনযোগ্যতা ও ব্যবহারের সুবিধার জন্য তুলনামূলক ছোটো প্যাকেজিংয়ের দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *