জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেশিন

পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীনিবাস সেবা সদন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের  ২৯ লক্ষ ৪৪ হাজার আর্থিক সহযোগিতায় বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেসিন। এখন থেকে এই চিকিৎসা কেন্দ্রে আগত রোগীরা বিনামূল্যে এই এক্স-রে করার সুবিধে পাবে।

বৃহস্পতিবার এই এক্স-রে মেসিনের উদ্ভোধন করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর সাথি দাস, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, মেয়র পারিষদ দুলাল দত্ত,সহ অন্যান্যরা। মেয়র গৌতম দেব জানান,এই মুহুর্তে শিলিগুড়ি পুরসভা এলাকায় চিকিৎসা ব্যাবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন ওয়ার্ডে উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি এক্স-রে মেসিনের পাশাপাশি আল্ট্রা সোনোগ্রাফি মেসিন লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।তবে বেশ কিছু উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাবের কারনে চিকিৎসা পরিশেবা ব্যাহত হচ্ছে,সেই সমস্থ দিক খতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে।