তবে কি এবার করোনার করাল ছায়া কাটছে ধীরে ধীরে। একটু একটু করে কমছে দৈনিক সংক্রমনের সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণ নিয়ে একটু হলেও আশার আলো দেখছে দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ২,৬৩,৫৩৩ জন। প্রায় এক মাস পর এই প্রথম পর পর দুই দিন ৩ লক্ষের নিচে নামল দৈনিক সংক্রমণ। এবার এই ধারা অব্যাহত থাকে কিনা, সেটাই দেখার। তবে আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুসংখ্যা। তা ক্রমশ উপরের দিকে উঠে চলেছে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,৩২৯ জনের। ফলে, সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও উর্ধমুখী প্রাণহানি। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৩,৫৩,৭৬৫। করোনার এই নিম্নমুখী সংক্রমণের হার আশা জাগাচ্ছে। তবে কি করোনা জয়ের পথে ক্রমশ এগোচ্ছে দেশ?
আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা
