রাতের অন্ধকারে ফুঁটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙি গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১৫ দিন আগে ঝড়ে গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি পুড়ে যায়।এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম।অপরদিকে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় ১২ টি টোটো চার্জের অভাবে বন্ধ রয়েছে।এতে পরিবারগুলিতে দেখা দিয়েছে অর্থ সংকট ও খাদ্য সংকট।বিদ্যুৎ দপ্তরে বারবার আবেদন নিবেদন করার পর রবিবার সন্ধ্যায় ঠিকাদার ফুঁটো ট্রান্সফরমারটি লাগিয়ে চলে যায় বলে অভিযোগ।সকালে দেখেন ট্রান্সফরমার তলা থেকে তেল চুয়ে পড়ছে।
সকালে ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমায় বিদ্যুৎ চার্জ করতে আসলে গ্রামবাসীরা রাস্তায় বাঁশের ব্যারিকেট দিয়ে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।ঠিকাদার আগামীকাল নতুন ট্রান্সফরমার লাগিয়ে দেওয়ার আশ্বাস দিলে তবেই গ্রামবাসীদের কাছ থেকে মুক্তি পান।