দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

দীঘায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্যজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় শিলিগুড়িতেও নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দীঘায় অনুষ্ঠিত জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে শিলিগুড়ির সফদর হাশমি চকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী, সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম আনসারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতারা জানান, ধর্মীয় সহনশীলতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই সম্প্রচারে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতৃত্বের দাবি, এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে।