কোভিড আক্রান্ত রোগীদের বালিশ, চাদর থেকে ছড়ায় না করোনা ভাইরাস, দাবি গবেষণার

করোনা ভাইরাস নিয়ে প্রায়দিনই ভেসে আসছে নানা তথ্য, এতে মানুষ আতঙ্কিতও হয়ে পড়েছে। এবার জানা গেছে কোভিড আক্রান্তদের বিছানার চাদর, বালিশ থেকে নাকি ছড়ায় না করোনা ভাইরাস, এমনটাই বলছে গবেষণা।

হ্যাঁ! ঠিক তাই, সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো স্কুল অব মেডিসিনের গবেষকরা করোনা সংক্রমণ নিয়ে গবেষণা করেছেন, তা থেকে উঠে আসছে এই নতুন তথ্য। তার মধ্যে অন্যতম হল এই ভাইরাস বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে না কোন তল বা স্পর্শ থেকে, মুখ থেকে বেরিয়ে আসা বাষ্পের মাধ্যমে এর সংক্রমণ আশঙ্কা সবচেয়ে বেশি। স্বাস্থ্যবিধি মেনে যেসব স্বাস্থ্যকর্মীরা কোভিড রোগীদের পরিচর্যা করেছেন তাদের শরীরে এই ভাইরাসের সংক্রমন অত্যন্ত কম। অর্থাৎ প্রশ্ন উঠছে যে হাত ধোওয়া বা স্যানিটাজ করার প্রয়োজন কি কমে যাবে? এখনই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না গবেষকরা শুধু জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *