রেগুলেটেড মার্কেটের মাছ বাজারে অকশনের সময় ঘিরে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের বিবাদ

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছ বাজারে অকশনের সময় ঘিরে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ।আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময় নির্ধারণ করার দাবি জানায় শ্রমিক সংগঠন। জানা গিয়েছে, মাছ বাজারে অকশনের সময় গ্রীষ্মকালে সকাল ৭ টা ও শীতকালে সকাল ৭:১৫। তবে মালিকপক্ষ এই সময়ের পরিবর্তন করে সাড়ে ৬ টা করেছে। গত সোমবার থেকে সাড়ে ৬ টায় অকশনের সময় শুরু হয়। তবে মালিকপক্ষের অভিযোগ সেই সময় INTTUC শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন মালিকপক্ষের ওপর চড়াও হয়। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হয় মালিকপক্ষ।অন্যদিকে শ্রমিক সংগঠনের অভিযোগ মালিকপক্ষ তাদের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে যার ফলে শ্রমিকদের নানা সমস্যা হবে। ফলে তারা চায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিক। বৃহস্পতিবার, এই বিষয়টি সাংবাদ মাধ্যমে তুলে ধরেন মালিক ও শ্রমিক উভয়পক্ষ। মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হল ফের যদি শ্রমিক সংগঠন তাদের ওপর চড়াও হয় কিংবা হেনস্থা করে তাহলে তারা পদক্ষেপ গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *