সকল বঙ্গবাসী মেতে রয়েছেন পুজোর আমেজে। মহালয়ার পর থেকেই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন।তবে পুজোর মধ্যে বৃষ্টি নামবে কি না সেই প্রশ্নও রয়েছে সকলের মনে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার কিছু এলাকার পাশাপাশি নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
মঙ্গলবার সারা রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।আবহাওয়া সারা দিন শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন।তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এছাড়াও ভারী বৃষ্টির কোনও সতকর্তা জারি করেনি হাওয়া অফিস। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে পুজোর মধ্যেও যে বৃষ্টির আশঙ্কা রয়েছে তারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টি না হলেও ২৩ অক্টোবর, নবমী এবং ২৪ অক্টোবর, দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।