মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়ে গেল হুগলির পোলবায় মদ তৈরির কারখানায় আয়কর হানা। পোলবার মহানাদ গ্রামে ওই মদের কারখানা হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। ওই কারখানায় আয়কর দফতরের টিম দুভাগে ভাগ হয়ে হানা দেয়। তাদের সঙ্গে হাজির হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।ভোর সাড়ে ৪টে নাগাদ ওই কারখানাতে পৌঁছে যান আধিকারিকরা। এরপর সেখানে শুরু হয় তল্লাশি।
অন্যদিকে সেই এলাকায় একে একে আসতে শুরু করেন গ্রামের লোকজনেরাও এবং রীতিমতো এই ঘটনায় হতবাক হয়ে যায় তাঁরাও। তবে সেই এলাকায় যাতে কোন রকম ঝামেলা না হয় তাঁর জন্য করাব্যাবস্থাও নেওয়া হয়। তবে এই পরিস্থিতির মাধ্যমে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তবে এই অভিযানের ব্যাপারে যাতে কেউ আগে থেকে টের না পায় তাঁর জন্যও সব ব্যবস্থা করা হয়েছিল।
এদিকে আয়কর দফতর কলকাতা ও সল্টলেকের মদ কারখানার অফিসেও রাখছে নজর। কারণ ওই মদ কারখানার হিসাবও বহির্ভূত হচ্ছে কি না সেটাও দেখা হবে। তাঁরাও আয়কর ফাঁকি দিয়েছে কি না সম্ভবত সেটাও দেখা হতে পারে। এছাড়াও এই মদ কারখানার সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।