04
Sep
করোনা সংক্রমণ রুখতে একের পর পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা। এরইমাঝে এলো নতুন এক তথ্য। করোনা সংক্রমণ রোধে এবার অস্ত্র হতে পারে সাপের বিষ। বাঁদরের দেহে করোনা ভাইরাসের জনন রুখে দিল এক বিশেষ প্রজাতির সাপের বিষে থাকা একটি উপাদান। এই দাবি করলেন ব্রাজিলের কয়েকজন গবেষক। বিষে বিষে বিষক্ষয়! তবে কি এবার নির্মুল হতে পারে করোনা সংক্রমণ? দীর্ঘদিন ধরেই সাপের বিষ নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে পৃথিবী জুড়ে। একদিকে তা যেমন প্রাণঘাতী, আবার জানা গেছে জটিল রোগের নিরাময়ও সম্ভব হতে পারে এই বিষ থেকেই। এই ভাবনা থেকেই গবেষণা শুরু করেছিলেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক। তাঁদের গবেষণার উপাদান ছিল ব্রাজিলেরই…