02
Nov
ডিলারদের বিরুদ্ধে বেআইনিভাবে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগ রুখতে আরও কঠোর পদক্ষেপ করল খাদ্য ও সরবরাহ দফতর। সেক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলেই জরিমানার পাশাপাশি ডিলারদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।সম্প্রতি খাদ্য ও সরবরাহ দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রেশন দোকানে বরাদ্দ করা অতিরিক্ত চাল গম যতটা পরিমাণ থাকবে তার তিনগুণ পর্যন্ত জরিমানা দিতে হবে। মূলত রেশনের সামগ্রী পাচার রোধেই এরকম পদক্ষেপ খাদ্য ও সরবরাহ দফতরের। ডিলারের কাছে কতটা পরিমাণে চাল, গম, আটা মজুদ রয়েছে, তা নিয়মিত খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, বর্তমানে রেশন দোকান থেকে কতটা পরিমাণে চাল, গম বণ্টন করা হচ্ছে তা ই পস মেশিনে বোঝা…