21
Dec
আশা করা হয়েছিল করা নির্বিঘ্নেই শান্তি মতো সম্পন্ন হবে কলকাতা পুরসভা ভোট৷ কিন্তু কলকাতা পুরভোটে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা৷ বিরোধী দলের এজেন্ট বসতে না দেওয়া থেকে হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে ভুরি ভুরি৷ কংগ্রেস এজেন্টকে মেরে বার করে দেওয়া হয় ব্রেবোর্ন রোডে জৈন স্কুলের বুথ থেকে৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মারপিটে ধুন্ধুমার কাণ্ড বাধে৷ আবার ৯টি বুথে এজেন্টই দিতে পারেননি সুব্রত মুখোপাধ্যায়ের বোন নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়৷ আবার সিপিএম-এর মহিলা এজেন্টকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়েছে বেলেঘাটা৷ শুধু এজেন্ট বসা নিয়ে তাণ্ডবই নয়৷ এদিন সকালে দেখা যায় মানিকতলায় একটি হাসপাতালের ছাদে হাড়ি হাড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে৷ অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে গোটা…