22
Jul
বিপুল ভোটে জয়ী হয়ে গতকালই ঘোষিত হয়েছে নতুন রাষ্ট্রপতির নাম। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রোপদী মুর্মু। দেশ পেয়েছে দ্বিতীয় মহিলা ও প্রথম সাঁওতাল সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বিপুল ভোটে বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয় পেয়েছেন মুর্মু। এদিন সন্ধ্যায় মুর্মুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে অভিনন্দন জানান বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা মুর্মুর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিনহা। এদিন সিনহা লেখেন, '২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে তাঁর সমস্ত দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত করে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ। এদিন…