25
May
রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এক নতুন পথের দিশা খুঁজতে ও নিত্যদিনের রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। বর্তমানে ভারতীয় রেলের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। তাই এবার লক্ষ্য লক্ষ্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এবার টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে। নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার থেকে দূরপাল্লার ট্রেনে রাত দশটার পরে টিকিট চেক করতে পারবেন না TTE। টিকিট চেক করা যাবে ভোর ৬টার পর থেকে। রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত যাত্রীদের ঘুমে যাতে অসুবিধা না হয় তাই রেল এমন সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের কাছে বৈধ টিকিট না…