20
Sep
ইতিমধ্যেই দক্ষিণের হিটমেকার খেতাব পেয়েছেন অ্যাটলি। এবার বলিউডে এসে ইতিহাস গড়লেন পরিচালক। অ্যাটলি এখন দুর্দান্ত অ্যাকশন ড্রামা এবং মসলা বিনোদন তৈরিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নাম। সম্প্রতি তার পরিচালিত ছবি 'জওয়ান' বক্স অফিসে সুনামি তৈরি করেছে। শাহরুখ খান এবং অ্যাটলি প্রথমবার হিন্দি ছবিতে কাজ করেছেন। আর প্রথম কাজেই বাজিমাত এই পরিচালকের। শাহরুখের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাটলি। চমকে সঙ্গে থাকছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সবকিছু ঠিকঠাক থাকলে কিং খান এবং থালাপতি বিজয়তে নিয়ে অ্যাটলি তার পরবর্তী সিনেমা তৈরি করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অ্যাটলি। অ্যাটলি বলেছেন, “বিজয় স্যার এবং শাহরুখ স্যার দুজনেই আমাকে একই…