12
Sep
শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' প্রেক্ষাগৃহে দেখার পর দর্শকরা সিনেমাটিকে দুটি সিনেমার অনুলিপি বলে অভিহিত করছেন।দুটি সিনেমার মধ্যে একটি তামিল সিনেমা। এর নাম 'থাই নাড়ু'। এর শব্দের অর্থ মাতৃভূমি। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক সত্যরাজ। সেই সিনেমায় বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সত্যরাজ।অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে শাহরুখ তামিল সিনেমাটিকে হিন্দি সংস্করণে নিয়ে এসেছেন। একজন নেটিজেন ইন্টারনেটে লিখেছেন, ‘জওয়ানের আসল তামিল সংস্করণ - ১৯৮৯।’ সিনেমাটি দেখার পরে, অনেকে বলছেন যে 'জওয়ান' সিনেমার গল্পটি সম্পূর্ণ মৌলিক যদিও ধারণাটি ১৯৮৯ সালে নির্মিত তামিল সিনেমা থেকে নেওয়া হয়েছে। তবে অনেক নেটিজেন আবার পরিচালক অ্যাটলির সমালোচনা করেছেন। কারণ,…