শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে নানানভাবে দখল হয়ে যাচ্ছে পুরনিগমের জায়গা।পুরসভার পক্ষ থেকে বারংবার জায়গা গুলিকে দখল মুক্ত করার আবেদন জানানো হলেও অনেকেই তাতে কর্ণপাত করেনি। ফলে কড়া জমি দখল মুক্ত করার উদ্যোগ নেয় শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যে বেশ কিছু সরকারী জায়গা দখল মুক্ত করেছে শিলিগুড়ি পুরনিগম। শনিবারও শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় পুরনিগমের জায়গা দখল করে থাকা একটি টিনের বাড়ি ও দোকান ভেঙে গুড়িয়ে দিল পুরনিগম। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় পুরনিগম। এদিন এই অভিযান চালিয়ে শহরবাসীর কাছে বার্তা দিল কোনোভাবেই পুরনিগমের জায়গা দখল করে থাকা চলবে না। পুরনিগমের জমি দখল করার কথা স্বীকার করে নিয়ে পরিবারের অভিযোগ তাদের আগে থেকে কোনো নেটিশ দেওয়া হয়নি। আগে থেকে নোটিশ দিলে নিজেরাই বাড়ি সহ দোকান সরিয়ে নিত।