শীতের অপেক্ষায় কলকাতাবাসী

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের কনকনে আমেজের অপেক্ষায় রয়েছে শহরবাসী। ঘূর্ণিঝড় মন্দৌসের প্রভাবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছিল। মন্দৌসের প্রভাব কাটলেও এখনও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি৷ হাওয়া অফিসের আশ্বাস, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে৷ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও, তা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরআবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এদিকে, দক্ষিণ আন্দামান সাগরের কাছে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাবে তাপমাত্রার তারতম্য ঘটবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে। আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকায় হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া৷ তাপমাত্রা কমবে কলকাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *