ঘটনাটি ঘটেছে মালদাহে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে 4 টা নাগাদ বিএসএফের জোওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ সন্দেহজনক এক ব্যক্তিকে মোহিস পাচার করতে গিয়ে দেখতে পাই বিএসএফ, ওই ব্যক্তিকে ও দুটো মহিস সহ আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার নাম জানতে পারে এমডি সেলিম বয়স ১৮ বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়।
জানা গেছে ওই এলাকায় কাঁটাতার নেই , সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে মহিষ পাচার করে নিয়ে যাচ্ছিল, ওই পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেয় বুধবার বৈকাল চারটা নগদ, হবিপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে মেডিকেল করতে নিয়ে আসে বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যায়। এবং মালদা কোর্টে নিয়ে যাবে বলে জানা গেছে