ভারতের অগ্রণী এক্সপ্রেস লজিস্টিক্স সার্ভিস প্রোভাইডার এবং ডয়শে পোস্ট ডিএইচএল গ্রুপের অঙ্গ ব্লু ডার্ট শুরু করল ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম। এর উদ্দেশ্য হল ভারতের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাক্সিন ও এমার্জেন্সি মেডিক্যাল সাপ্লাই পৌঁছে দেওয়া। ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম হল তেলেঙ্গানা সরকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নীতি আয়োগ ও হেলথনেট গ্লোবালের সহযোগিতায় তৈরি হওয়া ‘মেডিসিন ফ্রম দ্য স্কাই’ প্রোজেক্টের অঙ্গ।
অসামরিক বিমান চলাচল মন্ত্রক তেলেঙ্গানায় পরীক্ষামূলক ভিত্তিতে ড্রোন উড়ানের জন্য এই প্রোজেক্টটিকে প্রয়োজনীয় ছাড় ও অধিকার দিয়েছে। এর লক্ষ্য হল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্দিষ্ট স্থানে মেডিসিন ও কোভিড-১৯ ভ্যাক্সিন-সহ বিভিন্ন হেলথকেয়ার সামগ্রীর নিরাপদ, সঠিক ও বিশ্বস্ত পিক-আপ ও ডেলিভারির জন্য যাতায়াতের একটি বিকল্প লজিস্টিক্স রুট যাচাই করা।
ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস ড্রোন ফ্লাইট ব্যবস্থা তেলেঙ্গানায় হেলথকেয়ার সামগ্রীর ডেলিভারির ক্ষেত্রে এক নতুন ডেলিভারি মডেল উপস্থাপন করবে। এই মডেল চালু হলে ডিস্ট্রিক্ট মেডিক্যাল স্টোর্স ও ব্লাড ব্যাংকগুলি থেকে প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, ব্লাড স্টোরেজ ইউনিটগুলি পর্যন্ত ডেলিভারি প্রদান সম্ভব হবে। পরবর্তীতে ডেলিভারি দেওয়া যাবে প্রাইমারি হেলথ সেন্টার ও কমিউনিটি হেলথ সেন্টারগুলি থেকে সেন্ট্রাল ডায়াগনোস্টিক ল্যাবরেটরিগুলি পর্যন্ত।