পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

শিলিগুড়ি:- একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন চিপ হুইপ তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল।

এদিন শঙ্কর ঘোষ বলেন, “বিরোধী বিধায়করা উন্নয়নের জন্য অল্প টাকা পান। কিন্তু সেই টাকাও জেলাশাসকরা আটকে রাখছেন। আমি নিজে ৬০ টির বেশি প্রকল্পর জন্য জেলাশাসকের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সাত থেকে আটটি কাজ হয়েছে।বাকিগুলো আটকে রাখা হয়েছে।

এছাড়াও বিধানসভার বিভিন্ন কমিটি, এরপর রোগী কল্যাণ সমিতির মতো উন্নয়নমূলক কমিটি থেকে বিরোধী বিধায়কের বঞ্চিত রাখা হচ্ছে। এছাড়া গজলডোবায় জমির কেলেঙ্কারি সহ একাধিক দাবিতে আগামী সপ্তাহে বিধানসভার ভিতরে অবস্থান বিক্ষোভে বসবো।”