কোভিড বেডের সমস্যা মেটাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও উদ্বেগজনক করোনা পরিস্থিতি। প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৯ হাজারের বেশি। প্রাণ হারাচ্ছেন শতাধিক। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়েছে হাসপাতালে বেডের সমস্যা। তাই এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার স্কুলেই সেফ হোম গড়বে শিক্ষা দফতর। জারি করেছে এই নির্দেশিকা। সোমবারই জেলাশাসকদের সতর্ক করে স্কুল শিক্ষা কমিশনার অনিন্দ্য নারায়ণ বিশ্বাস চিঠি দিয়েছে। করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। অথচ কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেডের অভাব। এবার সেই সমস্যা মেটাতে রাজ্যের স্কুলগুলিকেই সেফ হোমে বদলে ফেলার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর।

নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে সব বিদ্যালয় বন্ধ রয়েছে। রাজ্য সরকার করোনায় আক্রান্তদের জন্য ওই সমস্ত স্কুলে সেফ হোম তৈরি করতে চায়। তাই স্কুল শিক্ষা দফতর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, স্কুল বাড়িগুলি অবিলম্বে খালি করে দেওয়া হোক। সঙ্গে দ্রুত স্কুলগুলিকে স্যানিটাইজ করা হোক। স্কুলগুলিতে এই নির্দেশ অতি তৎপরতার সঙ্গে কার্যকর করতে বলা হয়েছে ওই নির্দেশিকা। তবে স্কুল গুলিকে সেফহোম হিসেবে ব্যবহার করা হলেও কোন স্কুলে এসে তা করা হবে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসনই ঠিক করবে। আপাতত জরুরিকালীন ভিত্তিতে স্কুলগুলি ফাঁকা করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *