15
Oct
অভিনেত্রী মোনালিসা পাল সরকার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন। টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মোনালিসা। 'কে আপন কে পর'-এর তন্দ্রা বেশ কয়েকদিন ধরে ছোট পর্দা থেকে দূরে আছেন। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাকপক্ষীতেও টের পায়নি। তাই মা হওয়ার পর কিছুটা সময় পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। আপাতত ছেলেকে নিয়েই ব্যাস্ত অভিনেত্রী। ছেলে বড় না হাওয়া পর্যন্ত কাজে ফিরছেন না অভিনেত্রী। ২০১৮ সালের ১৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোনালিসা। স্বামীর নাম বিশ্বজিৎ সরকার, আইটিতে কর্মরত। খুব ছোট বয়স থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। একই স্কুলে, একই টিউশনে পড়াশোনা করেছেন। হাইস্কুলে উঠে তাঁদের স্ট্রিম আলাদা হয়।…