19
Dec
সামনেই বড়দিন। আর বড়দিন মানেই যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন সর্বত্র এবং এই দিনটিকে সামনে রেখে অনেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেন।শপিংমল থেকে শুরু করে সিনেমা হল সর্বত্রই ফেস্টিভ মুডে দেখা যায় সকলকে।এছাড়াও গির্জা ঘরগুলিতে দেখা যায় প্রার্থনা সমাবেশ। এরই মাঝে বৃহস্পতিবার বড়দিন কে সামনে রেখে এক ক্রিসমাস র্যালির মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করল এসইউসিএফ নামক এক সংগঠন।এদিন শিলিগুড়ির প্রধাননগরের অবস্থিত সেবা কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য ক্রিসমাস র্যালির আয়োজন করেন উদ্যোক্তারা।যেই র্যালিটি শহরের মূল রাজপথ গুলি অতিক্রম করে শিলিগুড়ি সফদর হাস্মি চকে গিয়ে শেষ হয়।মূলত এই র্যালির মধ্য দিয়ে প্রভু যীশুর সুসমাচার ও প্রভু যীশুর আবির্ভাবের বিষয় মানুষকে অবগত করানো হয় এবং…