27
Nov
খড়ের গাদায় খেলা করতে গিয়ে আগুন, পুড়ে ছাই ৪ বছরের এক শিশু। ফাঁসিদেওয়ার বিধাননগরের আমতলা এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য। বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর মামাতো ভাইয়ের সঙ্গে খেলার জন্য ধানের জমিতে যায় ৪ বছরের শিশু গডউইন নাগ। খড়ের গাদায় ঘর বানিয়ে খেলতে খেলতে হঠাৎ আগুন লাগলে ভেতরে আটকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় গডউইনের! কোনোক্রমে রক্ষা পায় তার মামাতো ভাই। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করলেও বাঁচাতে পারেনি শিশু গডউইনকে । দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও নকশালবাড়ি নেহা জৈন ও ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, মত এসডিপিও…