24
Nov
কলকাতায় তার উপস্থিতি জোরদার করে আঞ্চলিক সম্প্রসারণের লক্ষে এবার হুগলিতে প্রবেশ করেছে নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স। নিভা বুপা হল ভারতের প্রধান স্বতন্ত্র হেলথ ইন্স্যুরেন্স সংস্থা। নিভা বুপার লক্ষ আগামী পাঁচ বছরে হুগলির প্রায় ১১,০০০ -এরও বেশি মানুষকে স্বাস্থ্য কভারেজের আওতায় আনা। নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্সর মাধ্যমে গ্রাহকরা এই অঞ্চলের ৩১টি কোনেটওয়ার্ক হাসপাতালে নরকম নগদ টাকা ছাড়াই ভর্তির সুবিধা পাবেন। উল্লেখ্য, দেশব্যাপী ৯,১০০টি হাসপাতালে নিভা বুপার অ্যাক্সেস রয়েছে। কোম্পানির টার্গেট হল হুগলিতে আগামী পাঁচ বছরে ১১ কোটিরও বেশি গ্রস লিখিত প্রিমিয়াম ঘড়ির।নিভা বুপার লক্ষ হল ২০২৭ সালের মধ্যে প্রায় ১,৫০০ এজেন্টকে অনবোর্ড করে মানুষের জন্য ব্যবসার সুযোগ খুলে দেওয়া। পর্যাপ্ত প্রশিক্ষণ…