06
Dec
এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে (HDFC ERGO General Insurance Company) কৃষকদের জন্য বিভিন্ন জেলায় রবি চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana) রূপায়ণের জন্য অনুমোদন দিয়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার অনুমোদিত ফসলগুলির ক্ষেত্রে এই প্রকল্প রূপায়ণ করা হবে। জেলাগুলি হল – ধলাই, গোমতি, খোয়াই, উত্তর ত্রিপুরা, সিপাহিজলা, দক্ষিণ ত্রিপুরা, উনকোটি ও পশ্চিম ত্রিপুরা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে খরা, বন্যা, অনাবৃষ্টি, জমির ধস, সাইক্লোন, হারিকেন, শিলাবৃষ্টি, রোগপোকা ইত্যাদি দ্বারা কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির জন্য বীমার সুরক্ষা প্রদান করা হয়ে থাকে। রাজ্য সরকার নির্দিষ্ট বিভিন্ন ফসলের ক্ষেত্রে এই প্রকল্পের জন্য ‘ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট’ করে থাকে ক্ষতির পরিমাণ নির্ধারণের…