24
May
সমস্ত পাবলিক ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে AI-চালিত শিক্ষা ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে নাগাল্যান্ড সরকারের সাথে সমঝোতা স্মারক / এমওইউ স্বাক্ষর করল Edtech প্ল্যাটফর্মের EMBIBE। এই পার্টনারশিপের মাধ্যমে সমগ্র নাগাল্যান্ডের ১,৯২৫টি সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের মোট ৩ লাখেরও বেশি পড়ুয়া ও ৭,৫০০-এরও বেশি শিক্ষক এই EMBIBE প্ল্যাটফর্মের AI-বেসড লার্নিং অ্যাপের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবেন। Edtech-এর এই AI-বেসড লার্নিং অ্যাপটি হল EMBIBE প্ল্যাটফর্মর পাবলিক সেক্টর লার্নিং ইন্টারভেনশনের একটি উদ্যোগ। যা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০টি রাজ্য জুড়ে ৪ কোটিরও বেশি ভারতীয় পড়ুয়াদের প্রভাবিত করবে৷ EMBIBE-এর ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের ক্ষমতায়ন একটি মুখ্য ভূমিকা পালন করবে।