09
May
অনুমিতা ‘সাথী’ সিরিয়ালের নায়িকা বৃষ্টির চরিত্রে দর্শকদের কাছে পরিচিত। এবার সেই অনুমিতা দত্তই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়,পুলিশের সহায়তা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।ঘটনাটি ঘটেছে মঙ্গলবারে। জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি করে দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে আপত্তি তৈরি হয়। সেখান থেকেই জলঘোলা। অভিযোগ, দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন। তাতে আবার পাল্টা আপত্তি জানান অনুমিতা। তাঁর বক্তব্য, নৌ পার্কিং জোন লেখা নেই। দোকানে ভিড়ও নেই। তাহলে তিনি কেন গাড়ি সরাবেন। যখন এই নিয়ে বাক-বিতণ্ডা চলছে সেই সময় কয়েকজন লোক এসে হামলা চালায়। অভিনেত্রীর…