20
Jun
লাদাখে গালওয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়েছে। আর এরপর ভারত আর চীনের মধ্যে LAC নিয়ে চলা সমস্যা আবারও কথাবার্তার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। যদিও এরপরেও ভারতীয় সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আর এই উত্তেজনার মধ্যে আমেরিকা জানিয়েছে যে, গালওয়ান উপত্যকায় যা হয়েছে তাঁর জন্য সম্পূর্ণ ভাবে চীন দায়ি। আমেরিকা এর সাথে সাথে এও বলেছে যে, চীন করোনা থেকে নজর ঘোরাতেই এইরকম কাজ শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই, আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও শুক্রবার চীনে চীনের বরিষ্ঠ আধিকারিকের সাথে মিটিং করেন। আর এই বৈঠকের পর আমেরিকার আধিকারিক ডেভিড স্টিলবেল একটি বয়ান জারি করে বলেন,…