30
Jan
মানুষকে বিভ্রান্ত করার জন্য মাস্টারপিস সিপিএম। তাদের চোখে কখনো উন্নয়ন ধরা পড়ে না। বুধবার সিপিএমের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এক্ষেত্রে সিপিএমের সর্বভারতীয় নেতা প্রকাশ কারাতেরও তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর চোখের ছানির অপারেশন করারও পরামর্শ দেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, উনাদের চোখে ছানি পড়েছে। চোখের ছানির অপারেশন করাতে হবে। উন্নতি কোথায় দেখবেন তারা? আগে তো সিঙ্গারবিল এয়ারপোর্টে নামতেন। উনি যখন এবার এয়ারপোর্টে নামলেন উন্নতি দেখেন নি? তাও আমরা যার নামে এয়ারপোর্টের নামকরণ করেছি। জীবনে তো ওরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে সম্মান দেয় নি।…