28
Jan
শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করলো সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঘটনা মঙ্গলবার দুপুরে। ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়লো প্রচুর যানবাহন ভোগান্তির শিকার যাত্রীরা। জানা যায় দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা সিপাহীজলা জেলার এই স্কুলে বিষয় শিক্ষকের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের সেই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি। তাছাড়া স্কুলের শিক্ষকরা প্রতিনিয়তই স্কুলে অনেকটাই দেরিতে আসেন। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১০৮ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা ৮জনের মধ্যে দিয়ে ৪ জনকে দিয়েই স্কুল চালাতে হচ্ছে। স্কুলে পলিটিক্যাল সাইন্স, ককবরক, ইংলিশ বিষয়ে নেই…