03
Mar
মাঝে বাকি আর কয়েকটা মাস, তারপর শুরু নির্বাচন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনর প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলির। আর শাসকদলের নেতাদের মধ্যে চৰ্চা চলছে টিকিট নিয়ে। কারা নতুন করে টিকিট পাবেন, কোন পুরাতনদের উপর দল ফের ভরসা রাখবেন, কাদের দল টিকিট দেবে ন এইসবই। ২০২২ সাল থেকে তৃণমূলের একের পর এক তাবড় নেতা-মন্ত্রীরা নানা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন। বেশ কয়েকজন জামিন পেয়েছেন সম্প্রতি। এক মামলায় জামিনে মুক্ত হলেও এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সর্বোচ্চ আদালত জানিয়েছিল যতদিন মামলার ট্রায়াল চলবে, ততদিন কোনও সরকারি পদে তিনি থাকতে পারবেন না। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ের ‘১৮-জে’ নম্বর পয়েন্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে।…