20
Mar
ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরম। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। ইতিমধ্যেই দেশের বেশ কিছু অংশে শুরু হয়ে গিয়েছে তীব্র তাপপ্রবাহ। এরইমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ৩ দিন দেশের বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ চলবে। যার জন্য, ইতিমধ্যেই আগাম সতর্কতা বলে জারি হয়েছে। সেই সঙ্গে দেশের কিছু অংশে শিলাবৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এলাকায়। ওই ঘূর্ণাবর্ত দুটি প্রবল দুর্বল হয়ে পড়বে অসম এবং রাজস্থানে। এই মুহূর্তে অক্ষরেখা রয়েছেন রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে পঞ্জাব প্রদেশ পর্যন্ত। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যের ভারী থেকে অতি ভারী বৃষ্টির…