একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা

একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা।পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করল তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানায় আন্দোলনরত আশাকর্মীরা।

শুক্রবার শিলিগুড়ি হাশমি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে আশা কর্মীরা। তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা, সমস্ত উপযুক্ত কাজের ভাতা প্রদান ইত্যাদি।

আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছে। আজ থেকে এই কর্মবিরতি দাবি না পূরণ হওয়া পর্যন্ত চলবে বলে তারা জানান।