রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এল আরও এক অভিযোগ

সময় ভালো যাচ্ছে না বিজেপির। মুকুল রায়ের দল বদলের পর একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে পড়ছে রাজ্যের বিরোধী দলনেতা। এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বিনয় মিশ্র। যে বিনয় মিশ্রকে গরু–কয়লাকাণ্ডের জেরে সিবিআই হন্যে হয়ে খুঁজছে, এবার তিনিই আইনি নোটিশ পাঠিয়ে সাড়া ফেলে দিয়েছেন রাজ্য–রাজনীতিতে। খোদ রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ। শুভেন্দুর একটি টুইটকে কেন্দ্র করে তাঁকে আইন নোটিস পাঠাল গরু পাচারে অভিযুক্ত বিনয়। গরু–কয়লাকাণ্ডের অভিযুক্ত এই একদা তৃণমূল নেতা বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানি করেছেন শুভেন্দু অধাকিরী। এমনটাই অভিযোগ বিনয় মিশ্রের। সাইবার ক্রাইম বিভাগকে পাঠানো হয়েছেন নোটিশের কপি। সেইসঙ্গে টুইটার কর্তৃপক্ষকেও নোটিশ দিয়ে টুইটটি মুছে ফেলার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জুন শুভেন্দু বিনয় মিশ্র প্রসঙ্গে একটি টুইট করেন। যেখানে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিনয় মিশ্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছিলেন। ২০২০ সালে তাঁকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর প্রশ্ন ছিল, কোনও বিদেশি নাগরিক কি ভারতের কোনও রাজনৈতিক দলে সামিল হতে পারেন? এই ট্যুইট নিয়েই বিজেপি বিধায়ককে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন বিনয়। উল্লেখ্য, যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র গোরু ও কয়লা পাচার সহ একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *