শিলিগুড়ি : ফের একবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার শিলিগুড়ির বুকে প্রতিবাদে গর্জে উঠলেন তারা। এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তি পাদদেশ থেকে এসডিও অফিস অভিযান করে অঙ্গনওয়াড়ি কর্মীরা।
মূলত ভাতা বৃদ্ধির দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই অভিযান বলে জানা যায়। পাশাপাশি এই দিনের অভিযানে প্রায় তিনশ-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করে।
এছাড়াও অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।