নদীতে স্নান করে বনে ফিরলেন একটি হাতি  

সাতসকালে চা বাগানের চলে এলো একটি  হাতি। চাবাগানের মাঝে দাপিয়ে আবার ফিরে গেল বনে। হাতির চলাচল দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ৯ নম্বর সেকসনে। শ্রমিকরা কাজে গেলে চা বাগানের মাঝে হাতিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে।

হাতি দেখে মানুষের ভীড় জমে যায়। মানুষের চিৎকার ও সোরগোলে হাতিটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন কর্মীরা। কিছুক্ষণ চা বাগানে অবস্থান করে হাতিটি আবার ভুট্টাবাড়ি বনাঞ্চলের ভিতরে চলে যায়। 

এরপরই পাশের সাইলি চাবাগানের চেল লাইন শ্রমিক মহল্লা এলাকায় চলে আসে আর একটি দলছুট হাতি। হাতি দেখে ভীড় জমে যায়। কিন্তু, হাতিটি বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থেকে পাশের চেল নদীতে নেমে স্নান করে। শুর দিয়ে নদীর জল দিয়ে গা ভিজিয়ে আবার বনে ফিরে যায়।