ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দূর্ঘটনার কবলে একটি আপেলবোঝাই লরি

নকশালবাড়ি সাতভাইয়ায় দূর্ঘটনার কবলে আপেলবোঝাই লরি। ঘটনায় জখম চালক ও খালাসী। জানা গিয়েছে ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে ঘুমের ঘোরে পড়ে মাগুরমারি নদীতে ঢুকে পড়ে লরিটি।

আহতদের নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। ট্রাফিক সূত্রে খবর, ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে।

দূর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের একটি ব্যারিকেড ভেঙে গিয়েছে। আহতরা হল ফাওয়াদ আহমেদ ও উমর জাব্বর, আহতরা কাশ্মীরের বাসিন্দা।