খোয়াইয়ে সাম্প্রতিক সময়ের আটা কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় মন্ত্রীকে অবহিত করলেন স্থানীয় বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে লেখা এক চিঠিতে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।বিধায়ক সংশ্লিষ্ট বিষয়ে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও কেলেঙ্কারিতে জড়িতদের চিহ্নিত করার অনুরোধ জানান।একইসাথে ভোক্তাদের তাদের নায্য রেশন সামগ্রী পাওয়ার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
উল্লেখ্য যে, শারদোৎসব উপলক্ষ্যে রাজ্যের খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর সেপ্টেম্বর-অক্টোবর মাসে রাজ্যের সব ভোক্তার কাছে নায্য মূল্যে রেশন দোকান থেকে রেশন কার্ডের মাধ্যমে মাথাপিছু এক কেজি করে আটা সরবরাহ করার ঘোষণা দেন। খোয়াই মহকুমার ভোক্তাদের জন্য দেড়শো মেট্রিকটন আটা বরাদ্দও করা হয়।কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি সময়েও এক গ্রাম আটা আসেনি খোয়াইয়ে। বিষয়টি নিয়ে সম্প্রতি সিপিআই(এম)– র খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।পাশাপাশি বিভাগীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন বাম বিধায়ক। চিঠিতে বিধায়ক নির্মল বিশ্বাস ভোক্তাদেরকে তাদের নায্য রেশন সামগ্রী থেকে বঞ্চিত করার কারণ খুঁজে বের করতে দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করেছেন। এই বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করবে দপ্তর বলেও আধা প্রকাশ করেন।