রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরন বিধি ভঙ্গের অভিযোগ

রাজ্যের নির্বাচনের বাকি আর মাত্র আট দিন। রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষনার সঙ্গে সঙ্গে আদর্শ আচরন বিধি লাগু হলো বলে জানিয়ে দিয়েছিলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ১৬ নম্বর আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী জোৎস্না সিনহা বর্মন। তার হয়েই গ্রামে গ্রামে হুডার বাজিয়ে লালবাতি জ্বালানো গাড়িতে প্রচার করছেন মন্ত্রী সত্যজিৎ বর্মন। বিরোধীদের হাতে এই তথ্য আসার পরই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সড়ব হয়েছেন। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ, সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে স্ত্রী হয়ে নির্বাচনী প্রচার করছেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। নির্বাচন আচরন বিধি ভঙ্গ করায় তারা জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হবেন। অন্যদিকে একই অভিযোগ তুলে সড়ন হয়ে নিজের মন্ত্রীত্বের প্রভাব দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সড়ব হয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল। তবে বিরোধীদের এই অভিযোগকে পাত্তা না দিয়ে মন্ত্রী সত্যজিৎ বর্মনের দাবি, তিনি সরকারি প্রটোকল মেনে সরকারি গাড়ি ব্যাবহার করছেন। নির্বাচন দপ্তর তাকে এনিয়ে কিছুই জানায়নি বলেও তার দাবী। তবে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় জেলা নির্বাচন দপ্তর বেশ খানিকটা বেকায়দায় পড়েছে। রায়গঞ্জ মহকুমা নির্বাচন আধিকারিক তথা রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি জানিয়েছেন, নির্বাচন আচরন বিধি লাগু হবার পর কোন নেতা মন্ত্রী আইন ভাঙলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে জেলা নির্বাচন দফতর। তবে মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন দফতরের কাছেকোন অভিযোগ জমা পড়ে নি বলে মহকুমা শাসক জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *