আবারও ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর সংখ্যা

সুস্থতার পথে দেশ। গত দু’মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড সংক্রমণ দেখল ভারত। সংক্রমণ রুখতে লকডাউন এবং কড়া বাধানিষেধের পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্য। এবার ধীরে ধীরে তারই সুফল মিলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। ৬ এপ্রিলের পর দৈনিক আক্রান্তর সংখ্যা এটাই সবচেয়ে কম। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮।

বাড়ছে সুস্থতার হারও। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯।একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। এদিকে, এখনও চিন্তায় রেখেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩৮০। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮২ জনের। তবে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২২ কোটি ৭৮ লক্ষেরও বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *