আবারও এক ঝড়ের সংকেত রাজ্যে

সম্প্রতি এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলার মানুষ। সেই ভয়াবহ অতি শক্তিশালী ঝড় ইয়াস – এর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। এরইমাঝে আরেক অশনি সংকেত। ফের নিম্মচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। যার জেরে বৃহস্পতিবার থেকেই টানা চারদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সোমবার রাতে কলকাতার পুর কমিশনার এবং রাজ্যের সব জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে নবান্ন থেকে। সমুদ্র তীরবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা বাড়বে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

এই চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে চলবে বৃষ্টি। বাড়বে জোয়ারের জলস্ফীতিও। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরি য়ে আনা এবং উপকূলবর্তী এলাকায় বিশেষত কাঁচা বাড়িগুলির বাসিন্দাদের সরিয়ে এনে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে জেলাশাসকদের। এমনকী ইয়াসের ফলে ভাঙা বাঁধ মেরামতির যে কাজ চলছিল তাও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে নবান্নের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *