পশ্চিমবঙ্গে সম্প্রতি ৬ জনের দেহে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব

মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে এবার মহামারী হিসেবে ঘোষণা করল তেলঙ্গানা সরকার। পশ্চিমবঙ্গে সম্প্রতি ৬ জনের দেহে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব। তেলেঙ্গানা সরকারের তরফে সে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা গুলিকে এই ছত্রাক মোকাবিলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সঙ্গে বলেছে, কালো ছত্রাকের সঙ্গে জড়িত যেকোনো সন্দেহজনক কিংবা মিউকরমাইসিসিস সংক্রমনের কথা সরকারকে জানাতে হবে। এই বিষয়ে দৈনিক কি কি রিপোর্ট আসছে সেই বিষয়ে স্বাস্থ্য সংস্থা গুলিকে নিয়মিত সরকারের কাছে রিপোর্ট পেশ করতে হবে।


দেশের মধ্যে প্রথমে মহারাষ্ট্র ও গুজরাটে দেখা দেয় এই কাল ছত্রাকের প্রভাব। তারপর ধীরে ধীরে দিল্লি ও বিহার হয়ে পশ্চিমবঙ্গেও প্রবেশ করে এই ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসকরা জানাচ্ছেন কালো ছত্রাক বা মিউকরমাইসিসিস করোনা রোগীদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করছে। প্রথমেই এই ফাঙ্গাস করোনা রোগীদের ফুসফুসে আক্রমণ করে। এমনকি এই ছত্রাকের কারণে বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে।


করোনা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেই সময় এই ব্ল্যাক ফাঙ্গাস মানব শরীরকে আক্রমণ করে। এর উপসর্গ গুলি হল, চোখ কিংবা গাল ফুলে ওঠা এবং সেইসঙ্গে নাক দিয়ে কালো জাতীয় কোন বস্তুর হঠাৎ নিঃসরণ হওয়া। এই সকল লক্ষণ গুলো দেখা দিলে চিকিৎসকদের দ্রুত পরামর্শ নিলে এই কালো ছত্রাককে অনেকটাই রোধ করা যাবে বলে মত ডাক্তারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *