দীর্ঘ সংঘাতের পর বন্ধ হল রক্তের খেলা: গাজায় বিজয়োল্লাস

রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্তি পেল বিশ্ব। প্রায় এগারো দিন ধরে চলা তুমুল লড়াই শেষে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে হামাস। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত। যুদ্ধবিরতি দুই পক্ষ প্রতিপালন করছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন। ১১ দিন সেখানে চলছিল রক্তের খেলা। তবে এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস নিল গোটা বিশ্ববাসী। ইজরায়েল-প্যালেস্তাইন রক্তক্ষয়ী সংঘর্ষের ১১ দিনের শেষে দাঁড়িয়ে উভয় দেশের এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে আন্তর্জাতিক মহল।

উল্লেখ্য, প্রায় ২০ লক্ষ মানুষের বাসস্থান গাজা শহর চরম ক্ষতির মুখে পড়েছে। প্রায় ৫০০টি বহুতল বিমান হানায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে ত্রাণ নিয়ে আসা ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইজরায়েলের সেনাবাহিনী। এপর্যন্ত সংঘর্ষে প্যালেস্তাইনের ২১২ জন নাগরিকের মৃত্যু হয়েছে। ইজরায়েল লক্ষ করে কমপক্ষে ৩ হাজার রকেট ছুঁড়েছে হামাস। এতে মৃত্যু হয়েছে ইহুদি দেশটির অন্তত ১২ জন নাগরিকের। সব মিলিয়ে এখনও পরিস্থিতি শান্ত হয়নি। যুদ্ধবিরতি কতক্ষণ টিকবে তা নিয়েও সন্দেহ রয়েছে বিশ্লেষকদের মনে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *